করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

0

ঢাকা অফিস: করোনাভাইরাসে দেশে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৬০ জনে। অপরদিকে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে ১২৭৪ জন। রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ধরে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। আরও ১৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন হয়েছে।  এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩৫৭ জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী এক হাজার ৩০৩ জন (২৩ দশমিক ০২ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন ও ষাটোর্ধ্ব ১০ জন। বিভাগওয়ারী মৃতের সংখ্যা হলো- ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন, বরিশালে একজন, সিলেট একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। এর ঠিক ১০ দিন পরে ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Share.