করোনায় ব্রাজিলে সংকটে প্রবাসী বাংলাদেশিরা

0

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ ধসিয়ে দিয়েছে পর্যটন নির্ভর দেশ ব্রাজিলের অর্থনীতি। দেশটিতে চরম মানবেতর জীবন-যাপন করছেন বহু প্রবাসী বাংলাদেশি। অল্প সংখ্যক প্রতিষ্ঠানে কর্মরতদের সামান্য আয় রোজগারের সুযোগ থাকলেও, মাথায় হাত পড়েছে বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ীদের। আবার এই সংকট অচিরে কাটছেও না বলে শঙ্কা দেশটির বাংলাদেশ দূতাবাসের।করোনাভাইরাসের কারণে পুরোপুরি বন্ধ ব্রাজিলের পর্যটন কেন্দ্রগুলো। দেশের বাইরে থেকে আসছেন না পর্যটক, তাই ভেঙে পড়েছে দেশটির অর্থনীতির চাকা। এতে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিক সংকটে দিন পার করছেন। কবে স্বাভাবিক জীবন ফিরে পাবেন, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তাদের। এ প্রসঙ্গে দেশটির বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন জানান, ব্রাজিলে দিনদিন কোভিড পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, তাই সংকটও গভীর হচ্ছে। দেশটিতে অবস্থানরত বেশিরভাগ বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থাকায় তাদের বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তবে, প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।এদিকে, বিশ্ব ব্যাংকের পূর্বাভাস করোনার কারণে এবার ব্রাজিলের অর্থনীতি ৮ শতাংশ সংকুচিত হবে। এর মধ্যেই বাংলাদেশিরা ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি।  বিশ্বে এখন দৈনিক মৃত্যুর গড়ে যুক্তরাষ্ট্র-ভারতকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। তাছাড়া দেশটিতে আক্রান্তও দৈনিক গড়ে ৫০ হাজার। এখন পর্যন্ত তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন।

Share.