করোনায় সেবা দিতে গিয়ে আক্রান্ত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী

0

ডেস্ক রিপোর্ট: করোনাআক্রান্তদের সেবা দিতে গিয়ে বিশ্বব্যাপী ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী সংক্রমণের শিকার হয়েছেন। এই পর্যন্ত করোনা প্রাণ কেড়ে নিয়েছে  ২৬০ জন নার্সের। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) এই সব তথ্য জানিয়েছে।  করোনায় মৃত্যু ও আক্রমণের সঠিক চিত্রটা আরও ব্যাপক বলে মনে করছে নার্সদের এই শীর্ষ সংগঠন।  আইসিএনের প্রধান নির্বাহী হাউয়ার্ড ক্যাটন স্বীকার করেছেন, তাদের কাছে সঠিক তথ্য নেই। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেসের পক্ষে তিনি জানান, অনেক রাষ্ট্রের পরিসংখ্যান তাদের কাছে পৌঁছায় না। তাই বাস্তবিক করোনায় আক্রান্ত বা মৃত কতজন স্বাস্থকর্মী, তা অস্পষ্টই। হাউয়ার্ড ক্যাটন জানান, স্বাস্থকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) না থাকায় মৃতু ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে তাদের। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজারের বেশি।

Share.