করোনা: বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৭ লাখ ৫৯ হাজারের বেশি

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শনিবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৩৫৩ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৮৬ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৮৩৭ জন সুস্থ হয়ে উঠেছে। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে  ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন। সুস্থ হয়েছেন ২৮ লাখ ৭৫ হাজার ১৪৭ জন। ব্রাজিলে ১ লাখ ৬ হাজার ৫৭১ জনের প্রাণ গেছে করোনায়। দেশটিতে মোট আক্রান্ত ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। সুস্থ ২৩ লাখ ৮৪ হাজার ৩০২ জন। তিন নম্বরে থাকা ভারতে মোট ২৫ লাখ ২৫ হাজার ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৯ হাজার ১৩৪ জনের। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৭৬৬ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে মোট দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৭৫২ জন। এনিয়ে এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন করোনা থেকে সুস্থ হলো।

Share.