কাঁধে চোট পেয়েছেন মুশফিক

0

স্পোর্টস ডেস্ক: বিসিবি প্রেসিডেন্টস কাপে তারকা ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। দলকে নিয়ে ভালোভাবেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের ফাইনালের আগে হঠাৎ চোট পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গতকাল বুধবার তামিম একাদশের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটসম্যান। মিরপুর শেরেবাংলায় নাজমুল একাদশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নামে তামিম একাদশ। ওই ইনিংসের ২৬তম ওভারে ঘটনাটি ঘটে। আল-আমিন হোসেনের বাউন্সারে ইয়াসির আলী চৌধুরীর ব্যাটে ছোবল দিয়ে বল উঠে যায় শর্ট থার্ডম্যানের দিকে। বেশ কিছুটা দৌড়ে সামনে ডাইভ দিয়ে ক্যাচ নিতে যান মুশফিক। কিন্তু ক্যাচ নিতে পারেননি, উল্টো মাটিতে পড়ে শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে প্রবেশ করেন। আইসব্যাগ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। কিন্তু তাতে খুব উন্নতি হয়নি। চোট নিয়ে কাতরাতে কাতরাতে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান মুশফিক। পরে সেরা ব্যাটসম্যানের পুরস্কার নিতেও আসেননি তিনি। মুশফিকের চোট কতটা গুরুতর, সেটা বোঝা যায়নি। আপাতত বরফ লাগিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফ্র্যাকচার হয়েছে কিনা, সেটাও বোঝা যায়নি। ম্যাচটিতে শান্ত একাদশের হয়ে এদিন ৭৫ বলে ৫১ রান করেন মুশফিক। বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৭ রানে জিতেছে শান্তর দল। আগামীকাল ২৩ অক্টোবর ফাইনালে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ।

Share.