সোমবার, জানুয়ারী ২০

চার রাজ্যে এগিয়ে জো বাইডেন

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে চার রাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটের প্রার্থী জো বাইডেন। নিউইয়র্ক টাইমস ও সিয়ানা কলেজের নতুন এক জরিপ বলছে, চার গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন জো বাইডেন। জরিপটির দাবি, ট্রাম্পের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে উইসকনসিনেই সবচেয়ে ভালো অবস্থায় আছেন জো বাইডেন। এছাড়া অ্যারিজোনা ও পেনসিলভানিয়ায় ছয় পয়েন্টে এবং ফ্লোরিডায় তিন পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়তে যাচ্ছে। কর্মব্যস্ততার কারণে আগের নির্বাচনগুলোতে যেসব নাগরিক ভোটদানে অংশগ্রহণ করতেন না, ডাকযোগে ভোট দেয়ার সুয়োগ থাকায় তারাও এবার ভোট দেবেন। আর এদের একটি বড় অংশই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থক। গেল ২৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে পরিচালিত এই জরিপের ফলাফল নির্বাচনে বাইডেনের শক্ত অবস্থানের পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, নির্বাচনে আগাম ভোট পড়েছে প্রায় নয় কোটি ১০ লাখ। যা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ। গত নির্বাচনে আগাম ভোট পড়েছিল মাত্র চার কোটি ৭০ লাখ। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, এক শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার ক্ষেত্র তৈরি হয়েছে।জনমত জরিপগুলো বাইডেনকে এগিয়ে রাখলেও বিশ্লেষকরা বলছেন ২০১৬ সালের মতো শেষ মুহূর্তে চমক দেখাতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

Share.