চা খাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়ার কথা বলুন: মির্জা ফখরুল

0

ঢাকা অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চা খাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়ার কথা বলুন। তিনি বলেন, ‘একমাত্র সমাধান হলো প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহিমূলক সরকার গঠন করা, শনিবারও সে কথা বলেছি।’ রবিবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি আর লুটপাটের খেসারত’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)। মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের সব ব্যবস্থা করেছে সরকার। কিন্তু জ্বালানি কোত্থেকে আসবে, সেই ব্যবস্থা করেনি। এ ব্যাপারে পরিকল্পনা নেই সরকারের। সে কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।’ গ্রামাঞ্চলে ৭-৮ ঘণ্টা করে লোডশেডিং হয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘শহরের মানুষ বেশি হইচই করে, আন্দোলন করে। সেজন্য তাদের খুশি রাখতে শহরে কম লোডশেডিং হচ্ছে। অপরদিকে গ্রামের লোডশেডিং বেশি হচ্ছে। এতে ফসল উৎপাদন, ধান উৎপাদন কমে যাবে। হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তা। উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে প্রত্যেক দিন কষ্ট পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘সড়কের নাম বাস র‌্যাপিট ট্রানজিট। কিছুক্ষণ পরপর নিচে নামতে আবার ওপরে উঠতে দেখি। র‌্যাপিড ট্রানজিটটা কীভাবে হবে, সেটি আমার মাথায় ঢোকে না। লুটপাটের কারণে এই ব্যবস্থায় কষ্ট পাচ্ছ মানুষ।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আ ন হ আখতার হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী খান মনজুর মোরসেদ। এদিকে, ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

Share.