কাল খুলবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়

0

ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দলনের কারণে অবরুদ্ধ থাকা রাষ্ট্রপতির কার্যালয় সোমবার (২৫ জুলাই) পুনরায় চালু হবে। দেশটির পুলিশ এ তথ্যটি নিশ্চিত করেছে। নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটে পড়া ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির ওপর জনগণের ব্যাপক ক্ষোভের ফলে এই মাসের শুরুতে বিক্ষোভকারীরা ঔপনিবেশিক যুগের ভবনটি দখল করে নিয়েছিল। সৈন্যরা একই দিনে তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসেকে তার নিকটবর্তী বাসভবন থেকে উদ্ধার করতে বাধ্য হয়েছিল। গত ১৪ জুলাই গোতাবায়া মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যায় এবং সেখান থেকে পদত্যাগ করে। রাজাপাকসের উত্তরসূরি রনিল বিক্রমাসিংহের নির্দেশে শুক্রবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে রাষ্ট্রপতির কার্যালয় দখল মুক্ত করেছে। অভিযানে কমপক্ষে ৪৮ জন আহত এবং নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত এপ্রিল থেকে কমপ্লেক্সের বাইরে বিক্ষোভকারীদের স্থাপন করা তাঁবু ভেঙে ফেলেছিল। মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রবিবার জানিয়েছেন, সোমবার থেকে অফিসটি পুনরায় খোলার জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি এএফপিকে বলেছেন, ফরেনসিক বিশেষজ্ঞরা বিক্ষোভকারীদের কারণে ক্ষতির প্রমাণ সংগ্রহ করতে অফিসে গিয়েছিলেন। গত ৯ মে থেকে চলমান সচিবালয়ের অবরোধ এখন প্রত্যাহার করা হয়েছে। সহিংস পদক্ষেপে নিরস্ত্র বিক্ষোভকারীদের হটানোর জন্য পশ্চিমা সরকার, জাতিসংঘ এবং মানবাধিকার গোষ্ঠীগুলি বিক্রমাসিংহের নিন্দা করেছে। পুলিশের মুখপাত্র নিহাল তালদুওয়া বলেছেন, বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির কার্যালয়ের কাছে একটি নির্দিষ্ট জায়গায় তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল। তারা সরকারি প্রতিবাদের জায়গায় থাকতে পারে। সরকার এমনকি শহরে বিক্ষোভকারীদের জন্য আরও কয়েকটি জায়গা খুলতে পারে। বিক্রমাসিংহে শপথ নেওয়ার ২৪ ঘন্টারও কম সময় পরে এবং একটি নতুন মন্ত্রিসভা নিয়োগের ঠিক আগে সচিবালয় ভবন ও এর আশেপাশের এলাকা দখলমুক্ত করার জন্য সামরিক অভিযান শুরু হয়েছিল। বিক্রমাসিংহে বুধবার পার্লামেন্ট সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে রাজাপাকসের স্থলাভিষিক্ত হন।

Share.