শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে বেশি দূরে নয় পাকিস্তান: ইমরান খান

0

ডেস্ক রিপোর্ট: প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান শনিবার সতর্ক করে বলেছেন, পাকিস্তান ‘শ্রীলঙ্কা মুহূর্ত’ থেকে খুব বেশি দূরে নয়। জনগণ ‘মাফিয়াদের’ বিরুদ্ধে ‘হাকিকি আজাদি’র জন্য রাস্তায় নেমে আসবে। খবর এএনআইএর। টুইটারে ইমরান খান বলেছেন, আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা নিজেদের অবৈধ সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে পাকিস্তানকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে। ইমরান খান আরো বলেন, জনগণের সঙ্গে আলাপচারিতা এবং আমার হাকীকি আজাদীর আহ্বানে তাদের প্রতিক্রিয়ার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পাকিস্তানের যথেষ্ট জনবল আছে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না। আমরা শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে বেশি দূরে নই। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সাবেক এই ক্রিকেট তারকা ইমরান খান তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারেননি। তার আগেই পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় আসেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

Share.