ছাত্রশিবিরের ২০ নেতাকর্মী আটক

0

ঢাকা অফিস: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর থেকে ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ভাদুঘর আলহেরা হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদেরকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে তারা নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠক করছিল, এমন খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। পরে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি, বিভিন্ন হিসাবের বই ও পোস্টার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। আটক শিবিরকর্মীরা হলো- ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার মোস্তাক খানের ছেলে মেনহাজ (১৮), আখাউড়া উপজেলার দেবগ্রামের মোমেন মিয়ার ছেলে সালমাল পারভেজ (২১), ধর্মনগর গ্রামের আসলাম খান গনির ছেলে শেখ ছাদিক (২১), জিকুটিয়া এলাকার মোতাহার হোসেনের ছেলে হায়দর রাফি (১৮), নাসিরনগর উপজেলার গোয়াল নগর গ্রামের মিজানুর রহমানের ছেলে নাইমুল ইসলাম (২৮), বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাসান মোহাম্মদ (২১), সুলতানপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মাহমুদ (২০), আসগরের ছেলে সাইফুল ইসলাম (২০), শেখ ফরিদের ছেলে কাউছার হোসেন (২০), একই উপজেলার আদমপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আবু সাইদ (১৯), আমানপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে জাকারিয়া (১৮), নবীনগর উপজেলার গোপালপুর এলাকার সাইদুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২২),একই উপজেলার লাউর ফতেপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আল আমীন (২২), মাঝিকারা এলাকার আব্দুল হেকিমের ছেলে জাহিদুল ইসলাম (২৪),জল্লী গ্রামের বাবুল মিয়ার ছেলে সাহাবুদ্দিন (১৯),কসবা উপজেলার কৃষ্ণপুরের আব্দুর রহমানের ছেলে আম্মার হোসেইন (২০), লফগা এলাকার জসিম উদ্দিনের ছেলে জালিম উদ্দিন (২৫) ও আকসিনা গ্রামের আবদুল গফুরের ছেলে নরুল আমীন (২৭), কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার একেএম মহিবুল্লার ছেলে হাবিুর রহমান (২০),বাঞ্ছারামপুর উপজেলার বিষ্ণুরামপুর গ্রামের তুজু মিয়ার ছেলে শাহজালাল (২৭) ।

Share.