ছয় বছর পর দলে ফিরেই রুশোর চমক ইংল্যান্ডের বিপক্ষে সমতায় দক্ষিণ আফ্রিকা

0

স্পোর্টস রিপোর্ট:  বৃহস্পতিবার ছয় বছর পর দলে ফিরেই চমক দেখালেন রাইলি রুশো। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে ৯৬ রানের বিশাল ইনিংস খেলেন এই বাঁহাতি টপ অর্ডার যার ওপর ভর করে সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড সিরিজ দিয়ে প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে রানের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচে একাই দলকে দিয়েছেন বিশাল স্কোর। কার্ডিফে আগে ব্যাট করে নির্ধারিত ২০ অভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৩ অভার ২বল বাকি থাকতেই ১৪৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন জনি বেয়ারস্টো। ওভারপ্রতি প্রায় সাড়ে ১০ রান করে তোলার লক্ষ্যে ইংল্যান্ডের প্রায় সব ব্যাটারই মারমুখো ভঙ্গিতে খেলেছেন কিন্তু কেউ উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলতে পারেননি। জনি বেয়ারস্টো ২১ বলে ৩০, জস বাটলার ১৪ বলে ২৯, মইন আলি খেলেছেন ১৭ বলে ২৮ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নেন তাবরিজ শামসি ও আন্দিল ফেলুকায়ো। এছাড়া এনগিডি ২.৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নেন ২ উইকেট। আর তাতেই শেষ হয়ে যায় আগের ম্যাচের ইতিহাস গড়া ইংল্যান্ডের ইনিংস। ক্যারিয়ারসেরা ইনিংসে দশটি চার ও পাঁচটি বিশাল ছয়ের মার দিয়ে ৯৬ রান করে ম্যাচসেরার পুরস্কার পান রুশো। এছাড়া রেজা হেন্ড্রিক্সের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫৩ রানের ইনিংস। আগামী রবিবার সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি টুয়েন্টি।

Share.