জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে জয়লাভ করেছে শিনজো আবের দল

0

ডেস্ক রিপোর্ট: জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গত শুক্রবার গুলিতে নিহত হন শিনজো আবে। পার্লামেন্টের উচ্চকক্ষে মোট আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি ৬৩টি আসনে জয়ী হয়েছে। আর জোটের সহযোগী দল কোমেইতো ১৩টি আসন পেয়ে জয়ী হয়েছে। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, ‘সহিংসতা পুরো নির্বাচন প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলেছিল। এই নির্বাচনব্যবস্থা আমাদের গণতন্ত্রের মূলভিত্তি। যেভাবেই হোক নির্বাচন করার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’ গত শুক্রবার শিনজো আবে পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে এক প্রচারণায় নারা শহরে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেখানেই ব্যক্তিগত আক্রোশ থেকে হাতে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়। সাড়ে ৪ টাঘণ্ যাবত চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা স্বত্ত্বেও শিনজো আবেকে বাঁচানো সম্ভব হয়নি।

Share.