ভারতে ১০ মাস বয়সী শিশুর চাকরির বিরল ঘটনা

0

ডেস্ক রিপোর্ট: ভারতে রেল মন্ত্রণালয়ে ১০ মাসের এক শিশুকে চাকরি দেওয়ার বিরল ঘটনা ঘটেছে। আনন্দবাজার জানায়, গত ১ জুন এক সড়ক দুর্ঘটনায় বাবা-মাকে হারায় ১০ মাস বয়সী এক শিশু। শিশুটির বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে কাজ করতেন। বাবা-মার মৃত্যুর পর ওই শিশুকে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের কর্মিবর্গ দপ্তরে (পার্সোনাল ডিপার্টমেন্টে) চাকরি দেওয়া হয়। ১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে ওই শিশুটি। ইতিমধ্যেই, চাকরিতে যোগদানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আর শিশুটির আঙুলের ছাপও নেওয়া হয়েছে। রেলের এক কর্মকর্তা জানান, ‘খুবই আবেগঘন মুহূর্ত। বাচ্চাটির আঙুলের ছাপ নেওয়ার কাজটা আমাদের জন্য কঠিন ছিল।’’

Share.