জাপানে অর্থনীতির সবচেয়ে বড় পতন

0

ডেস্ক রিপোর্ট: জাপানের অর্থনীতির এ যাবতকালের সবচেয়ে বড় পতন হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত এ বছরের দ্বিতীয় চতুর্ভাগে সেখানে জাতীয় প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় পতন হয়েছে শতকরা ২৭.৮ ভাগ। বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপানে এই রেকর্ডের পতন খুব দ্রুত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এই পতনকে ত্বরান্বিত করেছে। করোনা সঙ্কট শুরুর আগে থেকেই কম অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে লড়াই করছিল জাপান। তার ওপর এই সঙ্কট সেখানে বড় প্রভাব ফেলেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।  সোমবার সেখানে অর্থনীতির এই পতনের তথ্য প্রকাশিত হয়েছে।এতে স্পষ্ট হয়ে উঠেছে, কি ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি মোকাবিলা করছে জাপান। শুধু জাপানই নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশ আর্থিক ক্ষতিতে পড়েছে। পর পর দুটি কোয়ার্টারে সফলতা দেখানোর পর পর এ বছর শুরুর দিকে জাপান পিছলিয়ে মন্দায় পড়ে। ১৯৮০ সাল থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে তুলনা করে বিবিসি বলছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে এ যাবতকালের সবচেয়ে বড় পতন হয়েছে সেখানকার অর্থনীতিতে। এই পতনের অন্যতম কারণ হলো মানুষের গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবহার কমিয়ে দেয়া। এই খাত থেকেই জাপানের অর্থনীতির অর্ধেকটা আসে। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে বাণিজ্য মন্দা শুরু হয়েছে। তারও প্রভাব পড়েছে। জাপান থেকে রপ্তানি কমে গেছে দ্রুত গতিতে।

Share.