জেরুজালেমে দূতাবাস খুলবে সার্বিয়া

0

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে সার্বিয়া। এর ফলে ইউরোপের প্রথম দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস খুলবে সার্বিয়া। খবর আল জাজিরার।ইসরায়েলে অধিকাংশ দেশের কূটনৈতিক মিশন তেলআবিব ভিত্তিক। কারণ জেরুজালেম শহরের বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তিচুক্তি হওয়ার আগে অধিকাংশ দেশই তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়। কিন্তু ২০১৭ সালের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণাও দেন তিনি। তবে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, সার্বিয়াও যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করবে। ২০২১ সালের জুলাই মাসে দূতাবাস জেরুজালেমে সরাবে সার্বিয়া। নেতানিয়াহু বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়ায় আমি আমার বন্ধু সার্বিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। এই অর্জনের পেছনে ভূমিকা রাখায় আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানাতে চাই। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরব মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তোড়জোড় শুরু করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিকের এই ডাকে সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারেও একমত হয়েছে।

Share.