টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকার হোপলোন গার্মেন্টেসের সামনে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ওই ডাকাতির সময় লুন্ঠন হওয়া তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী) পিযুষ কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), সজিব হোসেন রাজা (২২), জাহাঙ্গীর (২৯), রনি (১৯), হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), সাব্বির হোসেন (১৯) ও খন্দকার ওরফে শাওন (২১)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী) পিযুষ কুমার দে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি নেত্রকোনা হতে ব্যক্তিগত প্রাইভেটকারে বন্ধুকে নিয়ে ঢাকায় ফিরছিলেন ব্যবসায়ী শশাংক কুমার সরকার রন্টু। রাত সাড়ে ৩টার দিকে তাদের গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকার হোপলোন গার্মেন্টেসের পৌঁছালে রাস্তার দুই পাশ থেকে ১৩/১৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্রসহ গাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭৭ হাজার ছয়শ টাকা, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল ফোন এবং ১টি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে একটি মামলা করেন ভুক্তভোগী শশাংক কুমার সরকার রন্টু। এরপর সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বিভিন্ন এলাকা হতে ১০ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, গ্রেপ্তারদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে আসছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের গাজীপুর মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

Share.