টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী ভারত

0

স্পোর্টস ডেস্ক:  আইপিএল স্থগিত হয়েছে ৪ মে। দেশটিতে করোনার প্রকোপে স্বাস্থ্য-ব্যবস্থা প্রায় ভেঙে পড়লেও আইপিএল যেন এর ঊর্ধ্বে ছিল। তবে জৈব সুরক্ষা বলয়েও যখন করোনা হানা দেয়, তখন আর চালিয়ে নেয়া সম্ভব হয়ে ওঠেনি।এর মাঝে উঁকি দিচ্ছে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের ছয়টি শহর কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, লখনউ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, ধর্মশালা ও হায়দরাবাদে বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বিসিসিআই।তবে করোনা বিপর্যয়ে আইপিএল যেখানে থেমে গেছে সেখানে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন উঠে গেছে। ২০২০ সালে যখন অস্ট্রেলিয়া থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যায় তখন সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে ধরে রেখেছিল আইসিসি।এবারও সেরকম কিছুই ভেবেছে আইসিসি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও আশা ছাড়তে নারাজ। বিসিসিআই এর প্রধান সৌরভ গাঙ্গুলী মঙ্গলবার জানান, “এ নিয়ে চিন্তা তো আছেই। সবই নির্ভর করছে পরিস্থিতির উপর। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছিল। এখনও ছয় মাস বাকি আছে, দেখা যাক কী হয়।”এদিকে বুধবার কলকাতার ‘দৈনিক আনন্দবাজার’ পত্রিকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেন, বুধবার আবার নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা বললেন, “দেশের পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। জুলাই মাসের দিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তাই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। যেহেতু আমাদের হাতে এখনও ছয় মাস আছে।”

Share.