ডিপিএল সফল হলে হবে বিপিএল

0

স্পোর্টস ডেস্ক:  বিদেশি খেলোয়াড় ছাড়া গতবার বিপিএলের আদলে আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ’। এরপর থেকে করোনা মহামারির কারণে টালমাটাল সব ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সূচি।দ্বীপাক্ষিয় ও বৈশ্বিক আসরগুলো যেখানে আয়োজন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেখানে বিপিএল আয়োজন করা অনেক কঠিন।গত বছর ঢাকা প্রিমিয়ার লিগও স্থগিত হয়ে করোনার প্রকোপে। ওয়ানডের এই ফরম্যাট এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হবে চলতি মাসের ৩১ তারিখ।১২টি দলকে জৈব সুরক্ষা বলয়ে রেখেই হবে আসর। কিন্তু বিপিএলের কী হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ঢাকা প্রিমিয়ার লিগসহ দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজগুলো সফল ভাবে সম্পন্ন হলেই করা যাবে বিপিএল।“বিপিএল অবশ্যই হবে। আরও গুরুত্বপূর্ণ খেলা আছে, প্রথম শ্রেণির খেলা আছে, বিসিএল বিপিএল আছে। এখানে যদি ভালোভাবে বায়োবাবল করতে পারি। এর আগে তো করেছি আমরা, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ করেছি। আমাদের কিছু অভিজ্ঞতা তো আছেই। এর মধ্যে একটা টিমও তৈরি হয়েছে তারা জানে এটা কীভাবে করতে হয়।”ডিপিএলের জৈব সুরক্ষা বলয় থাকবে কঠিন। এখানে কেউ নিয়ম ভাঙলেই পাবে কঠিন শাস্তি। যদিও তিনি জানাননি কেমন হতে পারে শাস্তির মাত্রা।“শাস্তির ব্যাপারে আমি জানি না। তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জৈব সুরক্ষা বলয় থেকে কেউ বের হয়ে যদি কোভিড নিয়ে আসে তাহলে তো বিপদ, দলের মাঝে নিয়ে আসবে। এজন্য খুব সাবধান থাকতে হবে, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে বেশি সতর্ক থাকতে হবে। ”

Share.