ডেল্টার চেয়েও ভয়ংকর করোনার ‘ল্যামডা’ ধরন

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে করোনার নতুন নতুন স্ট্রেইন ভয়াবহ রূপ নিয়েছে। এরমধ্যে ‘ল্যামডা’ নামে নতুন একটি ভ্যারিয়েন্ট আতংক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ডেল্টা আলফা ও গামা ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। এমনকি এটি টিকা প্রতিরোধী হওয়ার আশঙ্কাও রয়েছে।স্থানীয় সময় সোমবার (৫ জুন) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, এ ধরনটির উৎপত্তি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। করোনার অন্য সব ধরনের চেয়ে এই ধরনটিতে মৃত্যুর হার অনেক বেশি। গত চার সপ্তাহে এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩০টি দেশে শনাক্ত হয়েছে।অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি নিউজের খবরে বলা হয়েছে, গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ল্যামডা ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরইমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যামডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে।এছাড়া চলতি বছরের এপ্রিলে পেরুতে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৮১ শতাংশের শরীরেই ল্যামডা ভ্যারিয়েন্টে উপসর্গ পাওয়া গেছে। চিলিতে গত ৬০ দিনে যতজন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের ৩২ শতাংশের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিলসহ ৩০টি দেশে ছড়িয়েছে ল্যামডা ভ্যারিয়েন্ট।পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) গত ২৩ জুন ল্যামডাকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে।এছাড়া গত বৃহস্পতিবার (১ জুলাই) সান্তিয়াগোভিত্তিক ইউনিভার্সিটি অব চিলির গবেষকদের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ল্যামডা ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিন নিউট্রাইলাইজিং অ্যান্টিবডিকে ফাঁকি দিতে এবং অকার্যকারিতা বাড়াতে পারে।

Share.