তিস্তা নয় অন্য ৭টি নদীর চুক্তি এ বছর চূড়ান্ত হতে পারে!

0

ঢাকা অফিস: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, এ বছরের শেষ নাগাদ তিস্তা বাদে সাতটি অভিন্ন নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করছে নয়াদিল্লি। আমাদের এই সাতটি নদীর পানি প্রবাহের তথ্য সমন্বয় করা দরকার, যত দ্রুত সম্ভব পানি বন্টন চূড়ান্ত করা যায় সে ব্যাপারে আমরা চেস্টা করব, সম্ভব হলে এ বছরের মধ্যেই। সোমবার তিনি ঢাকার একটি হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিস্তা নদীর পানি বন্টনের চুক্তি বিষয়ে তিনি বলেন, এই বিশেষ নদীর পানি বন্টনে একটি চুক্তি কেবল মাত্র সংশ্লিষ্ট সকল পক্ষের মতৈক্যের ভিত্তিতেই চূড়ান্ত করা যেতে পারে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করা শ্রিংলা অবশ্য বলেন, চুক্তির প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব শেষ করতে কাজ করছে ভারত। তিনি বলেন, আমরা জানি সীমান্তের উভয় পাশেই এটি একটি আবেগময় বিষয়, তবে আমাদের সরকারের প্রতিশ্রুতির কোনও কমতি নেই। গত আগস্টে বাংলাদেশ ও ভারত ৭টি অভিন্ন নদী- মনু, মুহুরী, খোয়াই, গুমতি, ধরলা, ফেনী ও দুধকুমার নিয়ে একটি কাঠামো বা অন্তঃবর্তী পানি বণ্টন চুক্তি তৈরির ব্যাপারে ঐকমত্য হয়।

 

 

 

 

 

সূত্র: বাসস

Share.