শান্তি আলোচনা শেষ করেই ফের হামলার হুমকি তালেবানের

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে শান্তি আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পরপরই হামলার হুমকি দিয়েছে তালেবান। তাদের এ হুমকির মধ্যেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে বোমা হামলায় ৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। একটি ফুটবল ম্যাচ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। সোমবার তালেবান জানিয়েছে, ৫ হাজার তালেবান বন্দীকে মুক্তি না দিলে আফগান সরকারের সাথে শান্তি আলোচনায় বসবে না তারা। এর আগের দিন রবিবার বন্দীদের মুক্তি দেয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তার মতে, এটা শান্তি আলোচনায় কোনো শর্ত হতে পারে না। সোমবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বন্দিদের মুক্তি দেয়া না হলে সরকারের সঙ্গে আর কোন আলোচনাই হবে না। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর ওপর হামলা চালানো হবে না বলে জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির আওতায় আলোচনার শর্ত হিসাবে ৫ হাজার তালেবান মুক্তির দাবি প্রত্যাখ্যান করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গত শনিবার কাতারের দোহায় ঐতিহাসিক শান্তি চুক্তি করে তালেবান ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির জন্য এক সপ্তাহ ধরেই আফগানিস্তানে বিভিন্ন বাহিনীর ওপর হামলা বন্ধ রেখেছিল তালেবান।

Share.