তুরস্ক ভ্রমণে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফরাসি তরুণী

0

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি তুরস্ক ভ্রমণে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ফরাসি তরুণী। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, ইলোডল মোরেনো (২৪) নামের তরুনীটি উত্তর-পশ্চিম তুর্কিয়ের তেকিরদাগে ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে এসে তিনি গত শুক্রবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন৷ বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়ে ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করেন ইলোডল মোরেনো। মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি প্রাদেশিক মুফতির কাছে আবেদন করেন। ধর্মান্তর অনুষ্ঠানে ইসলামের মূলনীতি সম্পর্কে তথ্য প্রদান করেন মুফতি ইসমাইল ইপেক। কালিমা পাঠ করার মাধ্যমে ইলোডল আল্লাহর একত্বে বিশ্বাসের ঘোষণা এবং নবী মুহাম্মদকে তাঁর দূত হিসাবে গ্রহণ করেছিলেন। পরে তিনি তার নাম ইলোডল পরিবর্তন করে ‘সিবেল’ নামটি বেছে নেন। মুফতি সিবেলকে একটি রূপান্তর সার্টিফিকেট, মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কুরআন এবং ইসলাম সম্পর্কিত বিভিন্ন বই দিয়েছেন।

Share.