দক্ষিণ আফ্রিকার নাইটক্লাবে ১৭ জনের রহস্যজনক মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার পূর্ব লন্ডন শহরের একটি নাইটক্লাবে ১৭টি মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রবিবারের শুরুতে এনিওবেনি ট্যাভার্নে মৃতদেহগুলি পাওয়া যায়। মৃতদেহ ছাড়াও ঘটনাস্থলে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের এক মুখপাত্র নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্তাধীন রয়েছে। আমরা এ নিয়ে কথা বলছি। ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, আমরা এই পর্যায়ে কোনো জল্পনা-কল্পনা করতে চাই না। পূর্ব কেপ প্রদেশের ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাদানকারী কর্মী রয়েছে। মৃতদেহগুলি নিহতদের স্বজনদের দেখার অনুমতি এখানো দেওয়া হয়নি। স্থানীয়রা ঘটনাস্থলটি সংরক্ষিত করার আহ্বান জানিয়েছে। ইস্টার্ন কেপ পুলিশ কমিশনার নোমথেথেলি লিলিয়ান মেনের বরাত দিয়ে এসএবিসি নিউজ জানিয়েছে, ট্যাভার্নের ভিতরে পদদলিত হওয়ার খবর জানা গেছে। চারজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিগেডিয়ার কিনানা সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে বেশিরভাগই ১৮ থেকে ২০ বছর বয়সী যুবক। প্রত্যক্ষদর্শীরা ডেইলি ডিসপ্যাচ পত্রিকাকে জানান, লাশগুলো এমনভাবে পড়ে আছে যেন তারা মেঝেতে পড়ে গেছে। ইস্টার্ন কেপের স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র নিউজ ২৪-কে জানান, মৃতদেহগুলো কাছাকাছি বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সম্ভাব্য কারণ বের করতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করতে যাচ্ছি।

 

Share.