বাংলাদেশের হতাশার দিন, ১০৬ রানের লিড উইন্ডিজের

0

স্পোর্টস রিপোর্ট: সেন্ট লুসিয়ায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য হতাশার। এদিন ২৭৭ রানের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজের মাত্র পাঁচটি উইকেট ফেলতে সক্ষম হয়েছেন বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৪০ রান তুলেছে স্বাগতিকরা। ফলে লিড দাঁড়িয়েছে ১০৬ রান। তৃতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামবে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ বিকেলে দুর্দান্ত ব্যাট করেন দুই ক্যারিবিয়ান ওপেনার। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই ছিল স্বাগতিকদের। অতপর দলীয় ৪১ রানে ভাঙে ওপেনিং জুটি। শরিফুল ইসলামের করা বলে কটবিহাইন্ড হন ওপেনার জন ক্যাম্পবেল। আউট হওয়ার আগে ৭৯ বলে ৪৫ রান করেন তিনি। এদিকে আপনতালে ব্যাট করতে থাকা ওয়েস্ট ইন্ডিজের দলনেতা ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে এরপর আর ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি তিনি। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৫১ রান। পরের ওভারেই দুই ক্যারিবীয় ব্যাটারকে ফেরান বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। আউট হওয়ার আগে ২২ রান করেন রেইফার। আর রানের খাতায় খুলতে পারেনি এনক্রমাহ বোনার। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না পাওয়ার আক্ষেপ তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই মেটান টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। দেখে-শোনে খেলতে থাকা জার্মেইন ব্ল্যাকউডকে এলবিডক্লিউর ফাঁদে ফেলেন তিনি। আউট হওয়ার আগে ৪০ রান করতে পেরেছেন ব্ল্যাকউড। ফলে পঞ্চম উইকেট জুটি ভাঙে ১১৬ রানে। এদিকে সঙ্গী আউট হলেও দলের উইকেটকিপার ব্যাটার জশুয়া ডি সিলভাকে নিয়ে আবারও বড় জুটিই গড়ার পথে কাইল মেয়ার্স। দ্বিতীয় দিনশেষে দুজন মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৯২ রানের জুটি। ব্যক্তিগত অর্ধশতকের পর শতকও পূর্ণ করেন মেয়ার্স। অপরাজিত থাকেন ১২৬ রানে। ১৬৮ বলের এই অনবদ্য ইনিংসটি ১৫টি চার ও দুটি ছয়ে সাজানো। আর ২৬ রানে অপরাজিত থাকেন সিলভা। এদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ মেহেদি হাসান মিরাজ ও খালেদ আহমেদ। এছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

 

 

Share.