দরিদ্র দেশে করোনার টিকা প্রাপ্তি নিয়ে উদ্বেগ মেরকেলের

0

ডেস্ক রিপোর্ট: চলমান মহামারি নভেল করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পর তা দরিদ্র দেশগুলো পাবে কি না, এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ধনী রাষ্ট্রগুলোকে বেশি বেশি অর্থ সহায়তা দিয়ে অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে দেওয়া বক্তব্যে জার্মান চ্যান্সেলর বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই। মহামারি ঠেকাতে আরো অনেক কিছুই করতে হবে। এক্ষেত্রে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’ বৈশ্বিক টিকা জোট গ্যাভির সঙ্গে এ নিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে মেরকেল বলেন, ‘বিশ্বনেতারা টিকার সুষম বণ্টনে প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে তাতে ধীরগতি রয়েছে। আমি কথা বলতে চাই। কারণ এক্ষেত্রে এখনো দেনদরবার হয়নি। কখন তা শুরু হয় তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমি।’ করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন। জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন। সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবিলায় জি-২০ নেতাদের কাছে সাড়ে চারশ কোটি মার্কিন ডলার চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করছে সৌদি আরব। সম্মেলনে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনার প্রত্যাশা থাকলেও করোনাভাইরাস মোকাবিলার কৌশল ও এ বিষয়ে উন্নত দেশগুলোর ভূমিকাই বেশি গুরুত্ব পেয়েছে।

Share.