দিনের সাফল্য বলতে অভিষিক্ত শরিফুলের একটি উইকেট

0

স্পোর্টস ডেস্ক: ক্যাচ মিসের খেসারত দিচ্ছে বাংলাদেশ। বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে থিরিমানে ও করুণারত্নের সেঞ্চুরিতে ১ উইকেটে ২৯১ রান তুলেছে লঙ্কানরা। ১৩১ রানে অপরাজিত রয়েছেন লাহিরু থিরিমানে। দিনের একমাত্র উইকেটটি পেয়েছেন অভিষিক্ত শরিফুল ইসলাম।শেষ বিকেলে টাইগারদের মুখে হাসি ফোটালেন তরুণ পেসার শরিফুল। দিন শেষে মাঠ ছাড়ার সময় হাসিটা আরও চওড়া হতো যদি ক্যাচ মিস না করতেন ফিল্ডাররা।বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু লঙ্কানদের। চেনা কন্ডিশনে সাবলিল আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ন করুনারত্নে। আরও বেশি সাবধানী অধিনায়ককে সঙ্গ দেওয়া থিরিমানে। তবে ওসব কিছুর ধার ধারেন না তাসকিন। ইসপাত কঠিন মনোবলের ব্যাটসম্যানদের সামনে তুললেন গতির ঝর।বেশ কয়েকবার অস্বাস্তিতে ফেললেন ব্যাটসম্যানদের। ব্যক্তিগত ২৮ রানে স্লিপে ক্যাচ তুলে দিলেন করুনারত্নে। সহজ ক্যাচ হাতে জমাতে পারলেন না নাজমুল হোসেন শান্ত।এর কিছু পরেই আবারও হতাশায় পোড়েন তাসকিন। গালিতে ক্যাচ তুলে দেন থিমানে। ঝাঁপিয়েও ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ।জীবন পেয়ে দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে ছাড়িয়ে যায় দুই’শ রান।শেষ সেশনে সাফল্য পেলেন শরিফুল। ম্যাচে অভিষিক্ত এই তরুণ পেসারের বলে আউট হওয়ার আগে ১১৮ রান করেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে।থিরিমানে ১৩১ ও ওসাদা ফার্নান্দো ৪০ রানে অপরাজিত থেকে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকভেলা, প্রবীণ জয়াবিক্রম, সুরাঙ্গা লাকমল, রামেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো।

Share.