দূষণ মোকাবিলায় শীতে ১৫টি কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখবে দ. কোরিয়া

0

ডেস্ক রিপোর্ট: বায়ু দূষণ মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের এক-চতুর্থাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলেছে, বায়ু দূষণ মোকাবিলায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কয়লাভিত্তিক ৮ থেকে ১৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে। বাকি কেন্দ্রগুলো থেকেই পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যাবে। রয়টার্স এখবর জানিয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, যে কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে সেগুলোর মধ্যে ৫০০ মেগাওয়াটের দুটি কেন্দ্র রয়েছে। অন্যগুলোর তুলনায় এই দুটির কার্বন নিঃসরণ বেশি। এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ কোরীয় জ্বালানি মন্ত্রণালয় বলেছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাকি কয়লা বিদ্যুৎকেন্দ্র সক্ষমতার ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করবে। সেপ্টেম্বরে দেশটির একটি প্রেসিডেন্সিয়াল কমিটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ টি স্থানীয় কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সুপারিশ করে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ায় ৬০ টির মতো কয়লা বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলো থেকে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশ আসে। তবে বিশুদ্ধ বাতাসের জন্য জনগণের দাবির মুখে কয়লা বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে চাইছে সরকার। নভেম্বরের শুরুতে সরকার বলেছিল, ২০২১ সালের মধ্যে দেশটির ছয়টি পুরনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা করবে। এর আগে ২০২২ সালে তা বন্ধের পরিকল্পনা করা হয়েছিল। দেশটির বিদ্যুতের ৩০ শতাংশ আসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ২০ শতাংশের মতো আসে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। বিশ্লেষকরা ধারণা করছেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে আনলে দেশটিতে এলএনজি’র চাহিদা বাড়বে।

Share.