দেশে ফিরেছেন সৌদিতে নির্যাতিত হওয়া হোসনা

0

ঢাকা অফিস: সৌদি আরবে নির্যাতিত হওয়ার কথা ভিডিও বার্তায় জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসা হবিগঞ্জের হোসনা আক্তার দেশে ফিরেছেন। বুধবার বাংলাদেশ সময় রাতের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভির হোসেন জানান। তিনি বলেন, “হোসনা আক্তার বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় ফিরেছেন। স্বামীর সঙ্গে হবিগঞ্জে গ্রামের বাড়িতে গেছেন।” তিন সপ্তাহ আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন হোসনা। সম্প্রতি তিনি স্বামীর কাছে পাঠানো এক ভিডিও বার্তায় সেখানে নির্যাতিত হওয়ার কথা বলে দেশে ফেরার আকুতি জানান। তার স্বামী তাদের এক আত্মীয়র সাহায্যে ভিডিওটি ফেইসবুকে পোস্ট করলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তা দেখে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাণী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হোসনা (২৪) আর্থিক অসচ্ছলতার কারণে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান। মাসে ২২ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতিতে ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামের একটি এজেন্সি তাকে সেখানে পাঠায়। সৌদি আরবে জেদ্দা থেকে এক হাজার কিলোমিটার দূরের নাজরান এলাকায় একটি বাড়িতে ছিলেন হোসনা। ফেইসবুকে ভিডিও আসার পর তাকে উদ্ধার করে পুলিশের সেইফ হোমে নেওয়া হয়। তারপর অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে পাঠানো হয় দেশে। এ বছরের প্রথম ১০ মাসে অন্তত ৯৬১ জন নারী সৌদি থেকে দেশে ফিরে এসেছেন। গৃহকর্মে যাওয়া এই নারীদের বেশিরভাগই নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করছেন তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে। হোসনার মতই নাজরান শহর থেকে ভিডিও বার্তায় নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন পঞ্চগড়ের সুমি আক্তার। পরে গত ১৫ নবেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

Share.