নবীগঞ্জে সেজু হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0

বাংলাদেশ থেকে নবীগঞ্জ  উপজেলা প্রতিনিধি: নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকাল ৩ টায় সেজুর নিজ এলাকায় গোজাখাইর বাজারে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,ইউপি সদস্য আবু ইউছুফ,নজরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, মিশুক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া,আলা উদ্দিন,মোঃ জাকির চৌধুরী,মাওঃ আব্দাল মিয়া,নুরুল ইসলাম,রায় হানুল বারী,মাসুদ আহমেদ,শিহাব আহমেদ,আজমল হোসেনসহ গ্রামবাসী,জনপ্রতিনিধি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।নিহত সেজুর বাবা বলেন,আমার ছেলে কে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের কে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তি ও ফাঁসি দাবি জানান।বক্তারা বলেন,সেজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।হত্যাকাণ্ডের মূলহোতা সুয়েবকে কেন রিমান্ড চাওয়ার পরও রিমান্ড দেওয়া হচ্ছে না।আমরা চাই দ্রুত রিমান্ডের মাধ্যমে মূল রহস্য উদঘাটন হোক।এ হত্যাকাণ্ডের গডফাদারদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।এবং আসামিদের দ্রুত ফাঁসি দেওয়া হোক।

Share.