নাটোরে লকডাউন চলছে, সদরে শনাক্ত ৭৯ ভাগ

0

ঢাকা অফিস: করোনার সংক্রমণ রোধে নাটোর সদর ও সিংড়ায় লকডাউনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবারও মাঠে রয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট।তবে সরেজমিনে গিয়ে বিভিন্ন মহল্লায় ক্ষুদ্র যানবাহন চলাচল করতে দেখা গেছে। এমনকি মহল্লার খেলার মাঠগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষের সরব উপস্থিতি দেখা গেছে।সবশেষ ২৪ ঘণ্টায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নাটোরে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৩৩ দশমিক ৭ শতাংশ।আক্রান্তের মধ্যে ৪৯ জনই নাটোর সদর এলাকার। অর্থাৎ নাটোর সদরেই শনাক্তের ৭৯ শতাংশ আক্রান্ত। আর সিংড়ায় শনাক্ত মাত্র পাঁচজন। বাকি আটজনের মধ্যে চারজন বাগাতিপাড়ার, চারজন গুরুদাসপুর উপজেলার।এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর সদর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যাও। ৩১ বেডের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছে ৪৩ জন। এ অবস্থায় চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ৩০টি সিলিন্ডারের মাধ্যমে বিনামূল্যে ১৭৫ কিউবিক মিটার অক্সিজেন সরবরাহ করা হয়েছে। আজ দুপুরে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো সরবরাহ করা হয়। সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন।সদর হাসপাতালে শয্যা না থাকায় পাঁচ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

Share.