নাশকতার মামলায় সিরাজগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলের তিন নেতা গ্রেপ্তার

0

ঢাকা অফিস:  নাশকতার একাধিক মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মারুফ সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন ও যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাপাড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, গ্রেপ্তার হওয়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। আদালত থেকে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া নেতারা ইদানিং সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিচ্ছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এদিকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তাঁদের মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, উল্লাপাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক হেলাল সরকার, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ।

Share.