ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিশ্ব বিখ্যাত টাইমস স্কয়ার দিনভর ছিল বাইডেন সমর্থকদের দখলে। শনিবার সকাল থেকেই জয়ের সুবাতাস পাওয়া যাচ্ছিল বাইডেনের। তাই ঘুম থেকে উঠেই সমর্থকেরা জড়ো হতে থাকেন টাইমস স্কয়ারে। অপেক্ষা করতে থাকেন মাহেন্দ্রক্ষণের। বেলা সাড়ে ১১টায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট হিসেবে বিজয় নিশ্চিত হয়ে যায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। এতে সারা দেশের মতো নিউইয়র্কবাসীও উল্লাসে ফেটে পড়ে। পুরো টাইমস স্কয়ারজুড়ে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে উল্লাস করতে থাকে। নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে তারা।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাইডেন সমর্থকদের উল্লাস
0
Share.