নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাইডেন সমর্থকদের উল্লাস

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের বিশ্ব বিখ্যাত টাইমস স্কয়ার দিনভর ছিল বাইডেন সমর্থকদের দখলে। শনিবার সকাল থেকেই জয়ের সুবাতাস পাওয়া যাচ্ছিল বাইডেনের। তাই ঘুম থেকে উঠেই সমর্থকেরা জড়ো হতে থাকেন টাইমস স্কয়ারে। অপেক্ষা করতে থাকেন মাহেন্দ্রক্ষণের। বেলা সাড়ে ১১টায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট হিসেবে বিজয় নিশ্চিত হয়ে যায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। এতে সারা দেশের মতো নিউইয়র্কবাসীও উল্লাসে ফেটে পড়ে। পুরো টাইমস স্কয়ারজুড়ে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে উল্লাস করতে থাকে। নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে তারা।এ সময় টাইমস স্কয়ারের সেভেনথ এভিনিউয়ের অন্তত ১০টি সড়ক বন্ধ করে দেয় পুলিশ। সমর্থকেরা নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকেন। নাচ, গান আর স্লোগানের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে বিখ্যাত টাইমস স্কয়ারের পুরো এলাকা। বাইডেন সমর্থকেরা এ সময় ‘ট্রাম্প ইজ ফায়ার’, ‘ট্রাম্প-পেন্স আউট নাউ’ স্লোগান দিতে থাকে। প্রধান সড়কের ওপর আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, অহংকারী এবং এক মিথ্যাবাদীর বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ। সব নাগরিকের সমান মর্যাদা, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেন অগ্রণী ভূমিকা রাখবেন। গভীর রাত পর্যন্ত বাইডেন সমর্থকদের দখলে ছিল পুরো টাইমস স্কয়ার এলাকা।

Share.