সফলভাবে ১০টি উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মহামারির মধ্যেই শনিবার সফলভাবে অত্যাধুনিক আবহাওয়া আর্থ ইমেজিং স্যাটেলাইট (ইওএস-০১) ও বিদেশি নয়টি আন্তর্জাতিক উপগ্রহসহ একসঙ্গে ১০টি স্যাটেলাইট প্রেরণ করেছে ভারত। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি রকেটে করে শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি পাঠায় ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।  দেশটির দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার কেন্দ্র থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে এটি পাঠানো হয়। স্যাটেলাইটটি পাঠানোর ২০ মিনিটের মধ্যে অরবিটে যুক্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেন, ‘এ দিনের সফল উৎক্ষেপণের জন্য ইসরো ও ভারতীয় স্পেশ ইন্ডাস্ট্রিকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিজ্ঞানীরা সময়ের বিরুদ্ধে লড়ে যেটাকে সফল করে তুলেছেন।’মহাকাশ সংস্থা ইসরো জানায়, ‘ইওএস-০১ একটি পর্যবেক্ষণ উপগ্রহ যা কৃষিক্ষেত্র, বনজ এবং দুর্যোগ পরিচালনার সহায়তার ক্ষেত্রে প্রয়োগের জন্য তৈরি হয়েছে।’ এর আগে প্রায় ছয় বছর আগে ভারত একক মিশনে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাসের জন্ম দিয়েছিল।

Share.