নীলফামারীর পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ১১টি বসতঘর পুড়ে ছাই

0

বাংলাদেশ থেকে নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ১১টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেছে ৩টি গরু ও ২ টি ছাগল। গতকাল শনিবার রাত সারে ৯টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের কুটিপাড়া গ্রামে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। প্রামবাসী জানায় ঘটনার সময় গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির রান্না ঘর হতে আগুনের সুত্র ঘটে দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে জাহাঙ্গীর আলম সহ গ্রামের রতন ইসলাম, মিনার ইসলাম ও আব্দুস ছামাদের ১১টি বসত ঘর ও ঘরে থাকা আসববাপত্র পুড়ে ছাই হয়। ওই সময়ে গোয়াল ঘরে থাকা ৩টি গরু ও ২টি ছাগল এবং শতাধিক হাঁস মুরগী আগুনে দ্বগ্ধ হয়ে মারা যায়। নীলফামারী ফায়ার সার্ভির্সের স্টেশন ইনচার্জ মিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনায় গ্রামের আরও ১৩ পরিবারের বততঘর রক্ষা পায়। এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে স্থানীয় সংস সদস্য আসাদুজ্জামান নূর ও সদর উপজেলা পরিষদের পক্ষে সহায়তা প্রদান করা হয়।

 

Share.