দুই লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সামরিক অভিযান থেকে জীবন বাঁচাতে দুই লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)জানায়, গত বৃহস্পতিবারে শুরু হওয়া রুশ আগ্রাসনের পর শনিবার পর্যন্ত প্রায় দুই লাখের বেশি মানুষ প্রতিবেশী পোল্যান্ডসহ অন্যান্য দেশে পালিয়ে গেছে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চলমান রাখলে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্ক্ষা প্রকাশ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার সামরিক অভিযান শুরুর পর দেশে জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশ ছেড়ে চলে যাওয়াদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। কারণ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ বয়সীদের যুদ্ধে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

 

Share.