পাকিস্তানে বন্যার্তদের বহনকারী বাসে আগুন লেগে ১২ শিশুসহ নিহত-১৮

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে বন্যার্তদের বহনকারী একটি বাসে আগুন লেগে ১২ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং উদ্ধারকর্মীদের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। চলতি বছর ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ তলিয়ে গিয়েছে। যার ফলে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮ কোটি মানুষ এবং দেশটিতে প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের ক্ষতি হয়েছে। বন্যার সময় আশ্রকেন্দ্রে বা উঁচু জায়গায় তাবু টানিয়ে বসবাস করা মানুষগুলো পানি কমতে শুরু করায় নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। পুলিশ বলেছে, করাচি শহরের বাইরে উত্তরগামী একটি বাসে আগুন লেগে যায়। ঘটনায় যাত্রীদের মৃত্যু হয়। এই এলাকাতে সবচেয়ে বেশি মানুষ বন্যার কারণে আশ্রয় নিয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত জেলা স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ কুমার এএফপিকে বলেন, ‘তারা তাদের গ্রামে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।’ ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা হাশিম ব্রোহি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বাসের শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে আগুন লেগেছিল তবে তদন্তে আসল কারণ জানা যাবে। ফিটনেসবিহীন যানবাহন, দুর্বল রাস্তা, বেপরোয়া ড্রাইভিং এবং দুর্বল প্রশিক্ষিত জরুরি পরিষেবার কারণে পাকিস্তানে মারাত্মক ট্র্যাফিক দুর্ঘটনার হতাশাজনক রেকর্ড রয়েছে। পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় সারা দেশে ১ হাজার ৭০০ জন নিহত হয়েছে।

Share.