বিএনপির ঢাকায় মহাসমাবেশ করা স্বপ্নই থেকে যাবে: কাদের

0

ঢাকা অফিস: ‘বিএনপির ঢাকায় মহাসমাবেশ করা স্বপ্নই থেকে যাবে’ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিভাগেই বিএনপির ১০ লাখ লোকের সমাবেশ করার সামর্থ্য নেই, ঢাকাতেও না। তাদের জনসমাবেশে তাদের নেতাকর্মীরাই আসেনি। বিএনপির প্রতি নেতাকর্মীদেরই বিশ্বাস নেই।’ বৃহস্পতিবার রাজধানীর বসিলায় দুটি রুটে নগর পরিবহন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারেনি বিএনপি। এটা তাদের দলের ও নেতাকর্মীদের ব্যর্থতা। সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি তাই প্রত্যাহারের কোনো যুক্তি নেই।’ মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘দিন তারিখ ঠিক করেন রাজপথেই মোকাবেলা করা হবে। তবে লাঠিসোঁটা নয় শান্তিপূর্ণভাবে আন্দোলনে আসুন।’ ‘তারেক রহমানকে মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা মামাবাড়ির আবদার ছাড়া কিছু নয়’- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক রহমানের মামলা মওকুফ করা যায় কি না সেটি আদালতের বিষয়। ওবায়দুল কাদের বলেন, ‘গাইবান্ধার মতো আগামী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে। ফাঁকা মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ।’

Share.