পোলিও ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে পয়োঃবর্জ্য পানিতে পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। মানুষের মধ্যে পোলিওর সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হচুল। জরুরি অবস্থা জারির লক্ষ্য হচ্ছে টিকা দেওয়ার হার বাড়ানো। গত আগস্ট মাসে নাসাউ কাউন্টির কয়েকটি পয়োবর্জ্য পানি থেকে নমুনা সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের রোগনিরাময় এবং প্রতিরোধ বিভাগ। পরে বিজ্ঞানীরা নমুনা গবেষণায় পোলিও ভাইরাসের জীবাণুর উপস্থিতি পান। গত গ্রীষ্মে নিউ ইয়র্ক শহরের উত্তরের রকল্যান্ড কাউন্টিতেও পোলিও ভাইরাস পাওয়া গিয়েছিল। ওই ভাইরাসের সঙ্গে নাসাউ কাউন্টি থেকে পাওয়া ভাইরাসের মিল রয়েছে। এছাড়া, অরেঞ্জ এবং সুলিভ্যান কাউন্টি থেকে সংগ্রহ করা ময়লা পানিতে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ জানায়, নমুনা পরীক্ষায় পোলিও ভাইরাসের যে ধরণ পাওয়া গিয়েছে, তার কারণে আক্রান্ত ব্যক্তি পক্ষাগাতগ্রস্ত (প্যারালাইসিস) হয়ে যেতে পারেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, একজন ব্যক্তিও পোলিও ভাইরাসে আক্রান্ত হলে, আরও কয়েক’শ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত একজন পোলিও ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ। পোলিও রোগের কোনো প্রতিষেধক নেই। কিন্তু টিকার মাধ্যমে একে নিরাময় করা যায়। এই ভাইরাস সাধারণত শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানির কারণ হয়।

Share.