৩০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0

বাংলাদেশ থেকে যশোর প্রতি‌নি‌ধি: যশোরের বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক আশিকুর বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন খবরের ভিত্তিতে শার্শার জামতলার বালুন্ডা নামক স্থানে অভিযান পরিচালনা করে আশিকুর রহমান নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে সবজির মধ্য থেকে (৩ কেজি ৪৯৮ গ্রাম) ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়। তিনি জানান, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

Share.