প্রতিদিন ৯ ঘন্টা ঘুমালেই মিলবে ১ লাখ টাকা পারিশ্রমিক

0

ডেস্ক রিপোর্ট: ঘুমপ্রিয় মানুষের হয়ত অভাব নেই পৃথিবীতে। কিন্তু শুধু ঘুমালেই যে কোন উপকারে আসবে না তা জেনেই হয়ত অনেকেও চাইলেও বেশি ঘুমান না। কিন্তু ঘুমপ্রিয় মানুষদের জন্য সুখবর নিয়ে এল ‘ওয়েকফিট’ নামের একটি সংস্থা। শুধুমাত্র ঘুমেই তারা দিচ্ছেন লাখ টাকা। অবাক লাগলেও সত্যি এমটাই অফার করেছেন তারা। শর্ত শুধুমাত্র টানা ৯ ঘন্টা ঘুমাতে হবে। আর তাতেই মিলবে এক লাখ টাকা। মূলত মানুষকে ঘুমের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতেই এমন অভিনব উদ্যোগ নিতে চলেছে ‘ওয়েকফিট’। তাদের দেওয়া শর্ত অনুযায়ী, প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমানোর জন্য তারা ১ লাখ টাকা পারিশ্রমিক দিবে।আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনিদ্রার রোগে ভোগেন। এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে এই সংস্থাটি শুরু করেছে একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’। এই সংস্থার তরফ থেকে জানা গিয়েছে যে এই প্রোগ্রামটি মোট ১০০ দিনের এবং সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে লেখা রয়েছে, আপনি কি রাতে আপনার প্রিয় শো গুলো না দেখে তার বদলে নয় ঘন্টা ঘুমাতে পারবেন? যদি পারেন তাহলে আপনি হবেন আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য যোগ্যতম প্রার্থী! কী করতে হবে এই এই ইন্টার্নশিপে? জব ডেসস্ক্রিপশনে লেখা রয়েছে, শুধু ঘুমাতে হবে আর কিছু নয়। তবে সেই সঙ্গে কিছু শর্ত কিন্তু মানতে হবে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ গ্রহণকারীদের। এমন প্রার্থীকেই বেছে নেওয়া হবে যিনি শোয়ার ২০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন। অর্থাৎ যখন তখন যেখানে সেখানে সময় ও সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তে পারেন এমন প্রার্থী কাম্য। প্রার্থীকে বেশি রাত পর্যন্ত জেগে থাকা চলবে না। নিজের ফোনে আসা নোটিফিকেশনকে অগ্রাহ্য করতে হবে। অর্থাৎ ঘুম না আসার জন্য যাবতীয় প্রলোভনকে দূরে সরিয়ে দিতে হবে। এটাই হবে ইন্টার্নদের কাজ। সংস্থার দেওয়া ম্যাট্রেসেই ইন্টার্নদের ঘুমাতে হবে। তাদেরকে স্লিপ ট্র্যাকারের মাধ্যমে লক্ষ্য রাখা হবে সংস্থার তরফে। সেই অনুযায়ী কাউন্সেলিংয়ের সুযোগ থাকবে যেখানে ভালো করে ঘুমানোর পরামর্শ দেওয়া হবে।

Share.