প্রয়াত অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজ বসছে না সুপ্রিম কোর্ট

0

ঢাকা অফিস: সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার বসবে না সুপ্রিম কোর্ট। আজ সকালে আদালতের কাজ শুরু হলে এ ঘোষণা দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান এ খবর জানিয়েছেন। মাহবুবে আলমকে আজ সোমবার দুপুর ১২টায় সুপ্রিম কোর্টে জানাজার পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আজ সকালে তাঁর মরদেহ মিন্টো রোডের বাসভবনে নেওয়া হয়।সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় মারা যান মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইনমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।এর আগে গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ের জামাই সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওই দিনই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। ২০ সেপ্টেম্বর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ২১ সেপ্টেম্বর সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছিল না। অবস্থা সংকটাপন্ন হতে থাকে।’

Share.