ফুটবল মাঠে মারামারি, নিহত হয়েছেন ১৭ জন

0

স্পোর্টস রিপোর্ট: মেক্সিকান ফুটবলে এক কালো অধ্যায় রচিত হলো। দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাস মধ্যকার খেলা চলাকালে মারামারিতে লিপ্ত হয় দুদলের সমর্থকরা। মারামারি এতই ভয়বহ আকার ধারণ করে যে, এতে মারাই গিয়েছেন ১৭জন। আর অনেকেই আহত হয়েছেন বলে জানা যায়। সম্প্রতি মেক্সিকান সংবাদ মাধ্যমগুলো এমন তথ্যই প্রকাশ করছে। এদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও একই খবর প্রকাশ করেছে। লা কোরেগিডোরা স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে মানুষের লাশ পড়ে আছে বলেও জানাচ্ছে তারা। তবে মৃতের সংখ্যা নিয়ে বিতর্কও আছে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যম মেইল অনলাইনে তথ্য মতে দুই জনের মারা গেছেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর মেক্সিকান লিগে শনিবারের সব খেলা স্থগিত করে দেয়। সেই সঙ্গে ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেনালোসা বলেন, ‘লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়।’ ঘটনার শুরু ম্যাচের ৬৩তম মিনিটে। এ সময় দুদলের সমর্থকরা গ্যালারীতে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ক্রমান্বয়ে পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে মাঠের নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে আসে। কিন্তু তারা কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাকি দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়।

Share.