বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞার ১ম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার ১ম দিনে কুয়াকাটায় দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার ২০ মে দুপুরের দিকে কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল উদ্ধার করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে এসব জাল মহিপুরের খাপড়াভঙ্গা নদীর তীরে বসে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। এসব জালের অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। কুয়াকাটা নৌ-পুলিশের অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুমদ্রে অভিযান করে কুয়াকাটা নৌ-পুলিশ। লেম্বুর বন সাগরের মোহনা থেকে এসব জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। অসাধু জেলেদের খুজে বের করে আইনের আওতায় আনাা হবে এবং নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Share.