বন্দুকযুদ্ধে মেক্সিকোতে নিহত অন্তত- ১৪

0

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন পাচারকারী চক্রের সন্দেহভাজন সদস্য। বাকি চারজন পুলিশ সদস্য। শনিবার মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে এ বন্দুকযুদ্ধ ও প্রাণহানির ঘটনা ঘটে। কোহুইলা রাজ্যের কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছেন, সহিংস মাদক চক্রগুলোর মধ্যকার অন্তঃদ্বন্দ্বের মধ্যেই এ প্রাণহানির ঘটনা ঘটলো। কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের ভিলা ইউনিয়ন নামের একটি ছোট শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বন্দুকধারীরা। সীমান্ত শহর পাইদারাস নেগ্রাস থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। রাজ্যের গভর্নর মিগুয়েল অ্যাঞ্জেল রিকেলমে সাংবাদিকদের জানান, এ ঘটনায় সাত বন্দুকধারী ও চার পুলিশ সদস্য নিহত হয়েছে। পরে রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আরও তিন বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। মেক্সিকো গত এক যুগ ধরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাছে। দেশটির সেনাবাহিনী মাদক ব্যবসায়ীদের নির্মূলে যে অভিযান পরিচালনা করছে তাতে বড় মাদক ব্যবসায়ী গোষ্ঠীগুলো ছোট ছোট উপদলে ভাগ হয়ে গেছে। এর ফলে দেশটিতে মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।

Share.