বন্ধ করে দেওয়া হলো ট্রাম্পের নতুন প্ল্যাটফর্ম

0

ডেস্ক রিপোর্ট:  বিপদ পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে তার সমর্থকদের হামলার প্রতিবাদে তাকে নিষিদ্ধ করে প্রধান প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম।এরপর বাধ্য হয়ে খোলা ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামে তার নিজস্ব প্ল্যাটফর্মটিও বন্ধ হয়ে গেল।নির্বাচনে হারার পর গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। রক্তক্ষয়ী সেই হামলার ঘটনায় পুলিশসহ অন্তত পাঁচজন নিহত হয়। ট্রাম্পের সমর্থনেই তার সমর্থকরা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে।মার্কিন ইতিহাসে নজিরবিহীন এ ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষিদ্ধ হন ট্রাম্প। এই পদক্ষেপকে মতপ্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ এনে নিজস্ব যোগাযোগ মাধ্যম খোলার ঘোষণা দেন তিনি।এরই ধারাবাহিকতায় গত ৪ মে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামের প্ল্যাটফর্মটি চালু করা হয়। এই প্ল্যাটফর্মটিতে নিজের বক্তব্য পোস্ট দিতে থাকেন তিনি, যা তার সমর্থকরা শেয়ার করতে পারতেন। তবে একমাসের মাথায় বুধবার (২ জুন) সেটিও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলার। তিনি বলেন, বড় কিছু করার লক্ষ্যেই এটা বন্ধ করা হয়েছে। নতুন কিছু নিয়ে তারা কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ঠিক কবে ট্রাম্প আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরবেন তা জানাননি মিলার।২০১৬ ও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় সামাজিকমাধ্যমকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছিলেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে আবারও প্রার্থী হবেন তিনি।তবে এবার আর পাশে পাচ্ছেন না সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে নির্বাচনে যদি তিনি জয়ী হোন তাহলেও তার আইডি ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। নিষিদ্ধের আগে সামাজিক মাধ্যমে প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল ট্রাম্পের।

Share.