বাংলাদেশে ভ্যাকসিনের রোডম্যাপ করবে ২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়

0

ঢাকা অফিস: বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচির রোডম্যাপ তৈরিতে নেতৃত্ব দেবেন দুটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও সহায়তা করবে। জানা গেছে, এই রোডম্যাপ তৈরিতে নেতৃত্ব দেবেন ব্রিটেনের ইউনিভার্সিটি অব বার্মিংহাম এবং হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।শনিবার (৫ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব বার্মিংহাম তাদের নিজস্ব ওয়েবসাইটে  জানিয়েছে, যাদের প্রয়োজন তারা যেন কোভিড-১৯ ভ্যাকসিন পান সে বিষয়টি নিশ্চিত করতে তাদের বিজ্ঞানীরা বাংলাদেশে কাজ করবেন।ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (ইউকেআই)-এর সহযোগিতায় এই দুই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই কাজ করবেন বলে জানা গেছে। তারা বাংলাদেশের কোল্ড-চেইন ফ্রেমওয়ার্কের সক্ষমতা এবং প্রস্তুতি মূল্যায়ন করে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার একটি রোডম্যাপ এবং মডেল তৈরি করবেন।

Share.