বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’

0

বিনোদন ডেস্ক: সরকার পাঁচ শর্তে বাংলাদেশে ভারতীয়সহ উপমহাদেশীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে কিছুদিন আগেই। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে। সেন্সর বোর্ডের অনুমতি পেলে আসছে শুক্রবার (৫ মে) দেশের প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে গত ২৭ এপ্রিল চিঠি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে ‘পাঠান’ ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ‘পাঠান’ মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রের অনুমতি। এছাড়া সব জটিলতা কাটিয়ে উঠেছে ছবিটির আমদানিকারকরা। জানা গেছে, বাংলাদেশে ‘পাঠান’ আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘সোমবার ‘পাঠান’ সেন্সর বোর্ডে জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেয়ার ইচ্ছা আছে।’ বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট ছবি ‘পাঠান’ ভারতসহ বিশ্বের ১০০টি দেশে মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। একই সময়ে বাংলাদেশেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন অনন্য মামুন। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি। তবে দেরিতে হলেও ‘পাঠান’ দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশে শাহরুখ-ভক্তরা। এদিকে, সিনেমা হলের পর এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছেন ছবিটি। তাহলে কি হলে মুক্তি পেলে ‘পাঠান’ দেখবেন দর্শক? এ সম্পর্কে অনন্য মামুন বলেন, ‘যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেয়া হবে তখনই হল থেকে বিজিনেস করবে। যারা অনলাইনের দেখার তারা অ্যামাজন প্রাইমে আসার জন্য বসে ছিল না। পাইরেসি প্রিন্টে দেখে ফেলেছে। তবে হ্যাঁ, ওটিটিতে আগে চলে আসায় ‘পাঠান’ নিয়ে যে ক্রেজ ছিল তা কিছুটা ভাটা পড়বে। প্রসঙ্গত, যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখানে শাহরুখ খানের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। মাত্র কয়েক মুহূর্তের ক্যামিও চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খানও।

Share.