বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কোন কার্যাদেশ বাতিল করেনি ইতালি

0

ডেস্ক রিপোর্ট: চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে তৈরি পোশাকের বড় অঙ্কের কার্যাদেশ দিতে যাচ্ছে ইতালির শীর্ষ স্থানীয় পোশাক ব্র্যান্ড টেডি গ্রুপ। বাংলাদেশের পাশে থেকে করোনা সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দেশটির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতি দেয় টেডি গ্রুপ। বর্তমান উৎপাদন ব্যবস্থা ও কাজের পরিবেশ বিবেচনায় তারা এই প্রতিশ্রুতি দিয়েছে। দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ঝুঁকির মধ্যেও প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কোন কার্যাদেশ বাতিল বা স্থগিত করেনি। বরং চলতি মাসের শেষের দিকে তারা নতুন করে বড় অংকের কার্যাদেশ দিতে যাচ্ছে। তবে, তা গেল বছরের একই মৌসুমের কার্যাদেশের চেয়ে কিছুটা কম হবে বলে জানিয়েছে তারা। ইতালির এই ফ্যাশন ব্র্যান্ড ৬শ’টি শো রুমের মাধ্যমে ৪০টি দেশে ব্যবসা পরিচালনা করে।

Share.