বাবা দিবসে আপনি যেভাবে চমক দেখাবেন বাবাকে

0

বিনোদন ডেস্ক: আগামী ২১ জুন বাবা দিবস। এইদিনে অনেক সন্তানই চান বাবাকে পুরস্কৃত করতে। যদিও বছরের প্রতিটা দিনই আসলে বাবাদের জন্য। তবু একটা স্পেশাল দিনে বাবাকে একটু স্পেশাল অনুভূতি দিতে পারলে খারাপ লাগে না। বাবারা মাথার ওপর খোলা ছাতার মতো। তাই বাবাদের জন্য কিছু করতে মন চায়। তবে বাবাকে উপহার দিতে চাইলে অবশ্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে।

চলুন জেনে নিই বাবা দিবসে বাবার জন্য কী চমক রাখা যেতে পারে-    করোনার এই সংকটে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়া বা রেস্তোরাঁয় যাওয়ার মতো পরিকল্পনা না করাই উত্তম হবে। তাই এমন কিছু আইডিয়া কাজে লাগান যার মাধ্যমে ঘরে বসেই বাবাকে খুশি করা যায়।

  • বাড়ির উঠানে বা বাগানে ছোট্ট একটা বারবিকিউ পার্ট আয়োজন করতে পারেন। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুবান্ধবদের ডাকতে পারেন। না হলে শুধু নিজেরাই উপভোগ করুন। সেক্ষেত্রে রান্নাটা নিজের হাতে করার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে বাবার প্রিয় কোনো খাবারের রেসিপি থাকতে পারে।
  • দোকানে গিফট কিনতে না গিয়ে গোপনে বাবার জন্য কোনও বিস্ময়কর গিফট অনলাইনে অর্ডার করুন। যেটা বাবার প্রয়োজনীয় বা শখের জিনিস, সেটা অর্ডার দিতে পারলে তো সবচেয়ে ভালো।
  • বাবা দিবসে বাবার পুরনো স্কুল বা কলেজের বন্ধুদের বাড়িতে ডেকে এনে বাবাকে চমকে দিতে পারেন।
  • দিনটার পুরো সময় বাবাকে দিন। তার সঙ্গে গল্প করুন। স্মৃতিচারণ করুন। সন্তানকে কাছে পেয়ে অবশ্যই খুশি হবেন বাবারা।
  • বাবা দিবসে মনের মতো করে ঘর সাজাতে পারেন। বাবাকে নিয়ে কেক কাটতে পারেন। বাবার জন্য থাকতে পারে লালগালিচা সংবর্ধনা।
  • নিজ হাতে বাবাকে নিয়ে কিছু লিখুন। হতে পারে কবিতা। না বলা কথাগুলো লিখেও চিঠিতে ভরে বাবার নামে পাঠাতে পারেন।
Share.